কবিতার- নাম -সফলতার- সীমানা” 703 0
ছবি,কবিতার লেখিকা, নীলিমা সুলতানা সুমী
সফলতার সীমানা
নীলিমা সুলতানা সুমী
মা,তোমার পরিশ্রমের ঘামে
আর কত দিন স্নান করে শুদ্ধ হব।
আর কত দিন তোমার কষ্ট নিয়ে
কাব্য রচনা করব।
আর কত দিন তোমার শ্রমে
নিজের সফলতা খুজব।
একটি দিনের জন্য ও কি
নিজের অস্তিত্ব প্রতিষ্টা করতে পারবনা।
পারিবনা পারিবনা বলে,
আর কত দিন কেঁটে যাবে এমনি করে
জীবনে আর কত দিন বেঁচে থাকব
শুধু কি তোমাকেই দ্বগ্ধ করব।
জীবনের শেষ ক্ষণটিতে হলে ও কি
একটু সফলতার সন্ধান করব না।
নাকি সেখানে পৌঁছে গেছি অজান্তেই,
যেখানে শেষ হয়ে গেছে
সফলতার সীমানা ।