Khoborerchokh logo

কবিতার- নাম -সফলতার- সীমানা” 703 0

Khoborerchokh logo

ছবি,কবিতার লেখিকা, নীলিমা সুলতানা সুমী

সফলতার সীমানা
নীলিমা সুলতানা সুমী
মা,তোমার পরিশ্রমের ঘামে 
আর কত দিন স্নান করে শুদ্ধ হব। 
আর কত দিন তোমার কষ্ট নিয়ে 
কাব্য রচনা করব।
আর কত দিন তোমার শ্রমে 
নিজের সফলতা খুজব।
একটি দিনের জন্য ও কি 
নিজের অস্তিত্ব প্রতিষ্টা করতে পারবনা। 
পারিবনা পারিবনা বলে, 
আর কত দিন কেঁটে যাবে এমনি করে
জীবনে আর কত দিন বেঁচে থাকব
শুধু কি তোমাকেই দ্বগ্ধ করব। 
জীবনের শেষ ক্ষণটিতে হলে ও কি
একটু সফলতার সন্ধান করব না। 
নাকি সেখানে পৌঁছে গেছি অজান্তেই,
যেখানে শেষ হয়ে গেছে 
সফলতার সীমানা । 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com